খাগড়াছড়ির পানছড়িতে অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সদর ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ সাকিবুর রহমান (২৫), সদর ইউনিয়ন শাখার সভাপতি ও কলোনি পাড়ার জাহেদুল আলম প্রকাশ অনিক (১৯) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য মো. আজাদ (২৪)। দুটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার সন্দেহভাজন আসামিদের খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।