হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের সেই ট্রাক টার্মিনাল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের জায়গা দখল করে নির্মাণ করা সেই ট্রাক টার্মিনাল উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে গাড়িগুলো সরিয়ে ফেলার পাশাপাশি দেয়াল তুলে জায়গাটি পুনরুদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের তালতলা মাঠ সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা টার্মিনালটিতে উচ্ছেদ চালায় বন্দরের ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। 

এর আগে গত বুধবার দৈনিক আজকের পত্রিকায় ‘বন্দরের জায়গা দখল করে ট্রাক টার্মিনাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। 

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভূমি শাখার এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সংবাদ প্রকাশের পরের দিন বৃহস্পতিবারেই বন্দর চেয়ারম্যানের অনুমতি নিয়ে জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেখানে থাকা শত শত ট্রাক সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া কোনো গাড়ি যাতে সেখানে প্রবেশ করতে না পারে সে জন্য প্রবেশমুখে দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে। 

তবে সেখানে এখনো ১৭ টির মতো ট্রাক রয়েছে। যেগুলো দূর-দুরন্ত থেকে আসা। অনুরোধের প্রেক্ষিতে আমরা তাঁদের শনিবার সকাল ১০টা পর্যন্ত সময় দিয়েছি। ট্রাকগুলো চলে গেলে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। 

বন্দরের আরেক কর্মকর্তা বলেন, এতদিন রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে জায়গাটি অবৈধ দখলে রাখা হয়েছিল। আমরাও কোনো কিছু করতে পারিনি। পরিস্থিতি তো বোঝেন। এখন নিউজ হওয়ার কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি। 

জানা যায়, আবাসিক প্রকল্প গড়ে তুলতে একসময় আবর্জনায় ভরা ডোবা ভরাট করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু ভরাটের পর থেকেই ২০ একর সেই জায়গাটি বেদখল থাকে। বন্দরের অসাধু কর্মকর্তাদের সহায়তায় রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্র সেখানে অবৈধভাবে ট্রাক টার্মিনাল গড়ে তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা