বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে দ্বিতীয় ধাপে প্রায় ৫০ লাখ টাকার পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় কিনেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এর মধ্য দিয়ে বঙ্গবাজার থেকে এক কোটি টাকার কাপড় সংগ্রহ করেন তিনি।
বঙ্গবাজার ট্র্যাজেডির পর তাৎক্ষণিকভাবে ছুটে যাওয়া এই তরুণ রাজনীতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে গত বুধবার ৫০ লাখ টাকার পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় কেনেন। তারপর গতকাল বৃহস্পতিবার আবারও ৫০ লাখ টাকার কাপড় কিনেছেন তিনি।
এসব কাপড় ‘ওয়াশিং প্ল্যান্টের’ মাধ্যমে ধুয়ে সুন্দরভাবে প্যাকেজিং করে বিক্রয় উপযোগী করে তুলবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবারও দোকান করার ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাঁরা বেশি ক্ষতিগ্রস্ত, জনপ্রতি অন্তত ৫০ হাজার টাকার পণ্য দিলে তাঁরা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন।’
চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী আরও বলেন, এভাবে কয়েক শ ব্যবসায়ীকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর স্বেচ্ছাসেবী দলের সদস্যরা বঙ্গবাজার থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় সংগ্রহ করার পর বিভিন্ন ওয়াশিং প্ল্যান্ট খুঁজছেন।