হোম > সারা দেশ > কুমিল্লা

খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ বস্তা চাল আত্মসাৎ, বিএনপি নেতার কারাদণ্ড

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারের কারাদণ্ড। ছবি: আজকের পত্রিকা

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে কুমিল্লার লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার উপজেলার মোহাম্মদপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার রবিউল হোসেন রবুর চাচির ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে স্থানীয় বাসিন্দারা ওই চাল সরিয়ে ফেলার তথ্য জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদকে জানান।

দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু (৪২) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় একই পাড়ার রবিউল হোসেনের দূর–সম্পর্কীয় এক চাচির ঘরে ধান বলে চালগুলো রেখে যান। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯–এ কল করেন। এর কিছুক্ষণ পরে রিকশায় করে আরও কয়েক বস্তা চাল নিয়ে এলে স্থানীয় জনতা তাদের আটক করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে রবিউল চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেন।

একই গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘আমাদের দলে কোনো দুষ্কৃতকারী, চোর, অন্যের সম্পদ আত্মসাৎকারীর স্থান নেই। আমরা নেতাদের ঘটনাটি জানিয়েছি। তার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে ইউএনও কাউছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু