হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্বশুরবাড়িতে তাঁর স্ত্রীকে আনতে গিয়েছিলেন। ওই যুবক কোনো কারণ ছাড়াই গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি শ্বশুরবাড়ির লোকজনের। গতকাল সোমবার রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই যুবকের নাম—মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার সকদিরামপুর গ্রামের আবুল কালামের ছেলে। 

নিহতের শ্বশুরবাড়ির লোকজন বলছে, সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জসিম উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য হয়। এতে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। ঘটনার দিন বিকেলে স্ত্রীকে আনতে জসিম উদ্দিন তাঁর শ্বশুর বাড়িতে যান। পরে রাতে সাড়ে ১১টার ওই বাড়ির বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর মরদেহ দেখতে পেয়ে ডাক-চিৎকার দেয়। তবে জসিমের মৃত্যুর কারণ জানেন না বলে দাবি তাদের। 

স্থানীয়রা বলছে, সন্ধ্যা ৭টা ওই বাড়িতে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। জসিমের স্ত্রী তাঁর সঙ্গে যেতে রাজি ছিলেন না। পরে রাতের তাদের ডাক চিৎকার শুনে ছুটি গিয়ে জসিম উদ্দিনকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘জসিম উদ্দিনের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা