হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাজার ফান্ডের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার ফান্ডের জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ করেছে এলাকাবাসী। এ ঘটনায় শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীর মাধ্যমে জেলা বাজার ফান্ড প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। 

৩২১ নম্বর রাইখালী মৌজাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি পাড়া ও বড়ঝিড়ি পাড়ার বাসিন্দারা অভিযোগ করে জানান, একই এলাকার বসবাসরত জনগণ রাইখালী বাজার থেকে লেমুছড়ি হয়ে বড়ঝিড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘ বছর ধরে চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। রাস্তাটি ১০ ফুট প্রশস্ত। কিন্তু একই এলাকার মৃত কায়কোবাদ তালুকদারের ছেলে মো. শওকত হোসেন তালুকদার বাজারের প্রবেশমুখে ফান্ডের জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছেন। বারবার তাঁকে বলার পরও তিনি কর্ণপাত না করে বহুতল ভবন নির্মাণ করেছেন। ফলে ভবনের ছাদ থেকে পানি পড়ে জনসাধারণের চলাচলের অসুবিধা হচ্ছে। এতে যাতায়াতের রাস্তায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, কেউ অসুস্থ হলে জরুরি অবস্থায় এলাকা থেকে কোনো অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না। আমরা এলাকাবাসী এর প্রতিকার চাই। 

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শওকত তালুকদারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করে বলেন, ‘এই স্থাপনা আমাদের পূর্ব পুরুষের আমল থেকে রয়েছে। ভবনের দেয়াল পাকিস্তান আমলে তৈরি করা হয়েছে।’ 

রাইখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত শওকত তালুকদারকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে অবহিত করার পরও তিনি কর্ণপাত করেননি। উল্টো বহুতল ভবন নির্মাণ করেছেন।’ 

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, শওকত তালুকদার অবৈধভাবে রাস্তার ওপর ভবন নির্মাণ করেছেন। ফলে রাস্তা দিয়ে বড় কোনো গাড়ি চলাচল করতে পারছে না। ওনাকে ইউনিয়ন পরিষদে ডেকে এনে ভবন নির্মাণের জন্য মানা করা হলেও তিনি তা মানেননি। বহুতল ভবন নির্মাণ করেছেন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ