হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্পিডবোট ডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় (কাপ্তাই হ্রদে) কাট্টলি বিলে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটনের মরদেহ জেলেদের জালে উঠে আসে। এরও প্রায় ৪ ঘণ্টা পর কাট্টলী বিল থেকে এলিনা চাকমার মরদেহ হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রিটনের মরদেহ এবং রোববার সকাল ৬টার দিকে নিখোঁজ শিক্ষার্থী এলিনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গত শুক্রবার কাট্টলী বিল এলাকায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার কার হয় এবং ২ জন নিখোঁজ হয়। দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরীরা দুর্ঘটনা এলাকা ও আশপাশ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। 

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় জালের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার মরদেহ উঠে আসে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। অন্যদিকে আজ রোববার ভোরে কাট্টলী বিল এলাকায় ইলিনা চাকমার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার–পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন। গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে গতকাল দিবাগত রাতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপর একজনের মরদেহ আজ (রোববার) সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।’ 

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান