হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশি, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আটক হান্নান রহিম তালুকদার। ছবি: সংগৃহীত

সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে ঢুকে তল্লাশি চালানোর ঘটনায় ভাইরাল হওয়া হান্নান রহিম তালুকদার নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ জুন) রাতে তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে ক্যামেরা ও বুম হাতে নিয়ে রুমে রুমে গিয়ে অতিথিদের জিজ্ঞাসাবাদ করেন হান্নান রহিম তালুকদার। গত শনিবার (১৪ জুন) এই পুরো প্রক্রিয়ার একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার জন্ম হয়।

ভিডিওতে দেখা যায়, হান্নান রহিম নিজেকে সাংবাদিক দাবি করে গেস্ট হাউসে প্রবেশ করে একাধিক কক্ষে গিয়ে অতিথিদের নাম, পরিচয় ও আগমনের কারণ জানতে চান। এমনকি কিছু অতিথিকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জেরা করেন তিনি। এক দম্পতিকে বারবার জিজ্ঞাসা করতে দেখা যায়, তাঁরা আদৌ বিবাহিত কি না।

এ ঘটনায় অনেকেই প্রশ্ন তোলেন, কোনো ব্যক্তি শুধু সাংবাদিক পরিচয়ে এমন অনধিকার প্রবেশ ও ভিডিও ধারণ করতে পারেন কি না। এ বিষয়ে জানতে চাইলে হান্নান রহিম দাবি করেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেছেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সভাপতি স ম ইব্রাহিম বলেন, এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি কোনো সাংবাদিকের দায়িত্ব নয়। এটি বেআইনি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। অভিযুক্ত ব্যক্তি সাংবাদিক দাবি করলেও তিনি আমাদের কোনো সদস্য নন। জানা গেছে, হান্নান রহিম নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি ২৪ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলে পরিচয় দেন।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে