হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে পুকুরে ডুবে মোহাম্মদ আদনান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আদনান মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের থোল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আদনান জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আদনানের মা জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হওয়ায় তাঁরা জিনদপুর গ্রামের মোহাম্মদ বাছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। আজ বিকেলে আদনান এবং তার ছোট ভাই বাড়ির পাশে পুকুর পাড়ে ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে ফুটবল পুকুরের মাঝে চলে যায়। পুকুরের মাঝ থেকে ফুটবল আনতে গেলে অতিরিক্ত ঠান্ডা পানিতে সে হঠাৎ করে তলিয়ে যায়। আদনানের ছোট ভাই পুকুরের পানিতে নেমেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে ৩ ঘণ্টা পর মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধার করেন। 

এ প্রসঙ্গে নবীনগর থানার এস আই মনির হোসেন জানান, পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ায় ছেলেটি বল নিয়ে আর পুকুর থেকে উঠে আসতে পারেনি। স্থানীয় লোকজন এবং ডুবুরি দলের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে; দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবার। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির