হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে পুকুরে ডুবে মোহাম্মদ আদনান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আদনান মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের থোল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আদনান জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আদনানের মা জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হওয়ায় তাঁরা জিনদপুর গ্রামের মোহাম্মদ বাছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। আজ বিকেলে আদনান এবং তার ছোট ভাই বাড়ির পাশে পুকুর পাড়ে ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে ফুটবল পুকুরের মাঝে চলে যায়। পুকুরের মাঝ থেকে ফুটবল আনতে গেলে অতিরিক্ত ঠান্ডা পানিতে সে হঠাৎ করে তলিয়ে যায়। আদনানের ছোট ভাই পুকুরের পানিতে নেমেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে ৩ ঘণ্টা পর মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধার করেন। 

এ প্রসঙ্গে নবীনগর থানার এস আই মনির হোসেন জানান, পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ায় ছেলেটি বল নিয়ে আর পুকুর থেকে উঠে আসতে পারেনি। স্থানীয় লোকজন এবং ডুবুরি দলের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে; দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবার। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু