হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিতাকে কুপিয়ে হত্যা, দুই ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে দুই ছেলের হাতে খুন হন সিএনজি অটোরিকশা চালক মো. শাহা আলম। এ ঘটনায় দুই ছেলেকে আসামি করে থানায় মামলা করেছেন মা। গতকাল শুক্রবার দিবাগত রাতে নিহতের স্ত্রী তাহেরা বেগম বাদী হয়ে এই মামলা করেন। 

এই মামলায় মেজো ছেলে মো. জাহেদুল ইসলাম (১৯) ও ছোট ছেলে মো. খোরশেদুল আলম (১৫) দুজনকে আসামি করা হয়েছে। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. জাহেদুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 

আজ শনিবার গ্রেপ্তারকৃত জাহেদুলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে পিতা মো. শাহা আলমকে মেজো ছেলে মো. জাহেদুল ইসলাম ও ছোট ছেলে মো. খোরশেদুল আলম কুপিয়ে হত্যা করে। 

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশা চালক মো. শাহা আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন। তা ছাড়া দায়ের করা হত্যা মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট