হোম > সারা দেশ > চাঁদপুর

যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেই ডাকাতের কবলে, ৫০ লাখ টাকার মালপত্র লুট

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাত দলের আক্রমণে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ মজুপুর কাজীবাড়ীর খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও তাঁর মা নুরজাহান বেগম গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে ডাকাত দল একটি পিকআপ ভ্যান দিয়ে গাড়িটির গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ হামলা করে।

এ সময় ডাকাতেরা মাইক্রোবাসটি ভাঙচুর করে ১০ ভরি সোনা, ৩০ হাজার ইউএস ডলার, কিছু টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। প্রবাসী জাহাঙ্গীরের সঙ্গে থাকা চাচা সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়কে এক মাসে তিন প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি তাঁরা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬