হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ এল টেকনাফ স্থলবন্দরে

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বন্দর ঘাটে এসে নোঙর করার পর ট্রলার থেকে পেঁয়াজ খালাস শুরু করা হয়।

টেকনাফ স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টেকনাফের স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও আমদানিকারক মেসার্স ফারুক এন্টারপ্রাইজ এসব পেঁয়াজ আমদানি করেছে। তিনি বলেন, মিয়ানমার থেকে পেঁয়াজ নিয়ে আরও কয়েকটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে আসার পথে রয়েছে।

বন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বরের পর থেকে পেঁয়াজ আমদানি অনেকটা বন্ধ ছিল। মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর মধ্যে প্রায় ৯ মাস ধরে যুদ্ধ চলছে। এ কারণে টেকনাফ স্থলবন্দর হয়ে মিয়ানমারের মধ্যকার সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে স্থলবন্দরের কাস্টমস সুপার বি এম আব্দুল্লাহ আল মাসুম আজকের পত্রিকাকে বলেন, পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় আমদানিকারকরা বলছেন, প্রায় ১১ মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরও কয়েকটি ট্রলার টেকনাফে আসার পথে রয়েছে। আমদানি স্বাভাবিক হলে দেশে পেঁয়াজের দাম স্থিতিশীল হয়ে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে