হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুজব ছড়িয়ে চট্টগ্রাম ইপিজেডকে অস্থিতিশীল করার চেষ্টা: সিএমপি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিএমপি উপকমিশনার মো. রইছ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার ও গুজব ছড়ানোর মাধ্যমে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাকে (সিইপিজেড) অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ শনিবার সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন।

এর আগে গত বুধবার রাতে সিইপিজেডে নির্মাণাধীন একটি ভবনের ভেতরে যাওয়ার পর তিন শিশু নিখোঁজের ‘গুজব’ ছড়িয়ে ওই ভবনের নির্মাণশ্রমিকদের সঙ্গে পোশাকশ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে ওই তিন শিশুকে হাজির করে পুলিশ।

সংবাদ সম্মেলনে মো. রইছ উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃত গুজব ছড়িয়ে বিভিন্ন কারখানার শ্রমিকদের খেপিয়ে তুলে ইপিজেডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এর সঙ্গে বহিরাগতরাও যুক্ত হচ্ছে।’

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গত বুধবার রাতে সিইপিজেডের ২ নম্বর সড়কে শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন একটি ভবনের ভেতরে তিন শিশু প্রবেশ করে। পরে তাদের মেরে ফেলা হয়েছে বলে গুজব রটে। ওই গুজব ছড়িয়ে পড়লে পাশে থাকা পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

পরে ইপিজেডের বিভিন্ন কারখানার ২০০-২৫০ শ্রমিক নির্মাণাধীন ভবনে প্রবেশ করে শ্রমিকদের ঘর, অফিস ভাঙচুরসহ দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপকমিশনার বলেন, যে তিন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই তিনজন শিশুকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পষ্ট বার্তা হচ্ছে, কোনো রকম মিথ্যা প্রচারণা ও গুজবে কান দেবেন না, রাষ্ট্রের ক্ষতি করবেন না, রাষ্ট্রের ক্ষতি মানে আমাদের সকলের ক্ষতি। সিইপিজেড আমাদের সকলের সম্পদ। সুতরাং, গুজবে কান দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না।’ এ সময় সবাইকে গুজব প্রতিহত করার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট