হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি-বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ, গুলি-বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব। এ সময় সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল সোমবার রাতে উপজেলার জামতলী রোহিঙ্গা শিবিরের ১৫ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয়। 
 
গ্রেপ্তাররা হলেন আরসা কমান্ডার মো. ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস (৩৭), মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮), এনায়েত উল্ল্যাহ (২৬) ও মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ (২৭)। তাঁরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।                             

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে এই সুযোগে আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের জমায়েত এবং নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনার সংবাদ পেয়ে র‍্যাব অভিযান চালায়। 

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একাধিক দল গতকাল (সোমবার) রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এ সময় র‍্যাব সদস্যরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একটি আস্তানা ঘিরে ফেলে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। 

জবাবে র‍্যাব সদস্যরাও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে আরসার আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড বিদেশি পিস্তলের কার্তুজ, পাঁচটি এলজির কার্তুজ, পাঁচটি বড় ককটেল, আটটি ছোট ককটেল ও বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়। 

র‍্যাব অধিনায়ক বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাব রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭৬ জন আরসা কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির