হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৭

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নৌকা ডুবে নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধানে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান চালান। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।

আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

টেকনাফে নৌকাডুবির ঘটনায় রোহিঙ্গাদের উদ্ধারে গিয়ে মারা যাওয়া বিজিবি সদস্য মো. বিল্লাল হাসান। ছবি: সংগৃহীত

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ