হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের সময় হাত ভাঙল নবজাতকের, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আজ বুধবার দুপুরে আজকের পত্রিকার কাছে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, কমিটিতে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আখতার হোসেনকে আহ্বায়ক  করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. তোফায়েল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন শামীম, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা রুনা ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. শ্যামল রঞ্জন দেবনাথকে সদস্য করা হয়েছে। তিনি আরও জানান, কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। 

তদন্ত কমিটির সভাপতি ডা. আখতার হোসেন বলেন, সিভিল সার্জন কার্যালয়ের চিঠি এখনো হাতে এসে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর তদন্তকাজ শুরু হবে। 

এর আগে ৭ মার্চ বিকেলে জেলা শহরের গ্রীন ভিউ হাসপাতালে সাবিনা ইয়াছমিন নামের এক প্রবাসীর স্ত্রীর সিজার অপারেশন হয়। রাত সাড়ে ৯টার দিকে একটি ছেলেসন্তান জন্ম দেন সাবিনা। পরে স্বজনরা ওই শিশুর হাত ফোলা দেখতে পেয়ে হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবুকে দেখান। তিনি এক্স-রে করে শিশুটির হাত ভাঙা বলে নিশ্চিত হন। পরে ১৩ মার্চ বিকেলে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর স্বজনরা।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু