হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবী হত্যাকান্ড: দ্বিতীয় দিনেরও আদালতে কর্মবিরতির ডাক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আইনজীবীদের আদালত বর্জনে ফাঁকা চট্টগ্রাম আদালত ভবন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতিসহ নতুন কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতির পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির গৃহীত সিদ্ধান্ত-সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল।

এ ছাড়া আগামী ১ ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল বের হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দেয়।

আজ (বুধবার) কর্মসূচির কারণে চট্টগ্রাম আদালত খোলা থাকলেও কার্যক্রম বন্ধ ছিল। এ সময় আদালত এলাকায় আইনজীবীরা বিক্ষোভ করেছেন। এ কারণে বিচারকেরা আদালতে বসেননি। আদালত ভবনগুলো প্রায় ফাঁকা ছিল বলে জানান চট্টগ্রামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।

আইনজীবীদের আদালত বর্জনে ফাঁকা চট্টগ্রাম আদালত ভবন। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার আমাদের সহকর্মী আলিফকে সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজ (বুধবার) সারা দিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি। একইভাবে বৃহস্পতিবারও এ কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এই আইনজীবী নেতা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত