হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকাসক্ত কিশোর ছেলেকে রশি দিয়ে বেঁধে থানায় হাজির মা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে মাদকাসক্ত কিশোর ছেলেকে (১৬) রশি দিয়ে বেঁধে পুলিশে দিতে থানায় হাজির হয়েছেন রাবেয়া আক্তার নামের এক নারী। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ছেলেকে নিয়ে তিনি সোনাগাজী থানায় হাজির হন।

রাবেয়া আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী না থাকায় বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন রাবেয়া আক্তার। ছেলেকে পড়ালেখা করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এলাকায় বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে সে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে থাকে। তাকে বারবার নিষেধ করলেও শোনেনি। একপর্যায়ে নেশার টাকা জোগাতে গোপনে নিজের ঘরের জিনিসপত্র বাইরে বিক্রি শুরু করে। এমনকি সে তার মায়ের ওপর চড়াও হতে শুরু করে। মাকে মেরে ফেলার হুমকি দেয়।

আজ মঙ্গলবার সকালে থাকার ঘরের টিন খুলে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ছেলে। তখন তার মা নিষেধ করলে তাঁর গলা টিপে ধরে। পরে দুই হাত ও কোমরে রশি দিয়ে বেঁধে সোনাগাজী মডেল থানায় হাজির হন রায়েবা আক্তার ও তাঁর মা। থানায় গেলে ছেলেকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে রাবেয়া আক্তার বলেন, ‘ছেলেকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি। তাকে পড়ালেখা করানোর চেষ্টা করেছি। কিন্তু সে এলাকার কিছু ছেলের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছে। নেশাও করে। বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ আসলে তাকে নিষেধ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সবকিছু শেষ করে এখন ঘরের টিন খুলে বিক্রি শুরু করছে। তাই অতিষ্ঠ হয়ে রশি দিয়ে বেঁধে তাকে থানায় দিতে এসেছি। যদি কিছুদিন জেলে থেকে ভালো হয়ে ফিরে, তবে শান্তি পাব।’

রাবেয়া মা মাফিয়া খাতুন বলেন, ‘মেয়ের স্বামী না থাকায় তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। কিন্তু তার ছেলে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। তার মাকে মারধর করে। তাই তাকে থানায় দিতে নিয়ে এসেছি।’

স্থানীয় ইউিনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এস্কান্দার রকি বলেন, ‘ওই ছেলের নামে অনেক অভিযোগ পেয়েছি। তাকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। এরপরও সে ভালো হয়নি। তার মা ফোন দিয়ে বিষয়টি জানালে থানায় নিয়ে যেতে বলি। ছেলেটি কিশোর গ্যাংয়ের সঙ্গেও জড়িত থাকতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় পলাশ আজকের পত্রিকাকে বলেন, ছেলেকে রশি দিয়ে বেঁধে তার মা থানায় নিয়ে এসেছিলেন। বয়স কম হওয়ায় তার মাকে সোনাগাজী হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে বলা হয়েছে। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫