হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আবাসিক ভবনে আগুন লেগে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভবন মালিক আলাই মিয়া মোল্লাকে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নিহত মকবুল হোসেনের মা খোশেদা বেগম।

মামলার বাকি চার আসামি হলেন, আলাই মিয়া মোল্লার স্ত্রী সালমা আক্তার, দুই ছেলে মাহফুজ ও আলম এবং ভবনের দারোয়ান কবির মিয়া।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, দুপুর আড়াইটার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টায় আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকায় আলাই মিয়া মোল্লার পাঁচতলা বিশিষ্ট আবাসিক ভবনে আগুন লাগে। ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন স্কুলশিক্ষক মকবুল হোসেন (৪০)। মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের সফর মিয়ার ছেলে। ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যায় মকবুল ও তার স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের দুই শিশু সন্তান জয় (০৯) ও জুবায়ের (০৭) ও আর রেখা আক্তারের গর্ভে থাকা মেয়ে সন্তানের জন্ম হয় মৃত অবস্থায়।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার