কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, অপহৃত দুই কৃষক হলেন বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও সরোয়ার আলমের ছেলে মো. রিদুয়ান (১৯)। তাঁরা বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাসিন্দা।
আহত দুজন সহোদর। তাঁরা হলেন—একই এলাকার মো. ইউসুফের ছেলে আব্দুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৬)। এর মধ্যে আবদুল্লাহকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, দুজনকে অপহরণের খবরে পাহাড়ে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর মুক্তি পেয়েছে।
গত ৬ মাসে টেকনাফের পাহাড়ে ৬২ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৪ জন স্থানীয় বাসিন্দা ও ২৮ জন রোহিঙ্গা। অপহৃতদের মধ্যে অন্তত ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।