হোম > সারা দেশ > কক্সবাজার

আ.লীগ নেতা নোবেল হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলায় আওয়ামী লীগের নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে চকরিয়া থানার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে পূর্ব বড়ভেওলার সিকদারপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আরিফুল ওই গ্রামের মহি উদ্দিনের ছেলে। 

মৃত নাছির উদ্দিন নোবেল পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের হাজী আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। এ ঘটনার এক দিন পর নাছিরের ছোট ভাই মামুনুর রশিদ বাদী হয়ে ১৯ আগস্ট ২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালের ১৭ আগস্ট জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন নাছির উদ্দিন নোবেল। পূর্ব বড়ভেওলার পশ্চিম সিকদারপাড়ার চাষের কিছু ফসলি জমি নাছির উদ্দিন নোবেল পক্ষের লোকজনের দখলে ছিল। ওই জমি নিয়ে ঝোলারপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন এবং দিয়ারচর গ্রামের এনামুল হকের মধ্যে নাছিরের বিরোধ ছিল। 

ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই বিরোধপূর্ণ জমিতে নাছিরের লোকজন চাষ করতে গেলে ঝোলারপাড়া ও দিয়ারচর গ্রামের ৩০-৪০ জন এসে বাধা দেন। ওই সময় প্রতিপক্ষের কয়েকজন নাছিরের পক্ষের কৃষককে মারধর করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপুর ১টার দিকে নাছির লোকজন নিয়ে ঘটনাস্থলে যান এবং হাতে মাইক নিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন গুলি ছুড়লে নাছিরসহ ১০ জন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা