খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার হাতিমুড়া ডলু সড়কে আনারসবোঝাই জিপ উল্টে ঘটনাস্থলে দুই কিশোরে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। আজ সোমবার দুপুর ১২টায় হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার ঘটে।
নিহতেরা হলো ডেপুয়াপাড়ার চাইথোয়াই মারমার ছেলে রাজু মারমা (১৫) এবং হাতিমুড়া গ্রামের হ্যাংল্লা মারমার ছেলে উগ্যজাই মারমা (১২)। এ ঘটনায় গুরুতর আহত হন রাসাই মারমা (৩৫)। তিনি সাং-ফকিরনালাক গ্রামের থোয়াইচাই মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিমুড়া ডলু সড়কের উত্তর ডলুপাড়ায় আনারসবোঝাই জিপ হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে জিপ গাড়িটি উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে রাজু ও উগ্যজাই মারমা ঘটনাস্থলে মারা যায়। আহত রাসাই মারমাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনুর আলম ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ ও গাড়ি উদ্ধারে পুলিশ কাজ করছে।