হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ দিনেও জাহাজ ‘এমভি পানগাঁও’ উদ্ধারে তৎপরতা নেই

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

পাঁচ দিনেও উদ্ধার হয়নি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেস। পণ্যের আমদানিকারকেরা জাহাজ উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। 

এর আগে গত বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসানচরের কাছে কাত হয়ে ডুবে যায় জাহাজটি। এতে জাহাজে থাকা তিনটি কনটেইনার ভেসে যায় এবং ৭২টি ডুবে যায়। 
 
আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার পাটুয়াটুলী এলাকার মেসার্স সেইফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেসে আমাদের ৪০ ফুটের দুই কনটেইনার চায়না থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য রয়েছে। আমাদের জীবনের সঞ্চিত সব অর্থ দিয়ে এই পণ্য আমদানি করা হয়। পাঁচ দিন ধরে ডুবে আছে এসব পণ্য।’ 

মো. আরিফ আরও বলেন, ‘কিন্তু উদ্ধারে কোনো তৎপরতা নেই কারও। আমরা নিজেরা সন্দ্বীপ ও হাতিয়ায় ঘুরেছি। চট্টগ্রাম নগরীতে এসে সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে কনটেইনারগুলো উদ্ধারের আরজি নিয়ে ঘুরছি। কিন্তু কারও কোনো তৎপরতা দেখছি না।’ 

অপর প্রতিষ্ঠান ঢাকার হালিমা গ্রুপের প্রতিনিধি মো. টগর হাসান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজে আমাদের ৪০ ফুটের একটি কনটেইনার রয়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছি, জাহাজ উদ্ধারে কোনো সুখবর পাচ্ছি না।’ 

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে জাহাজটি উদ্ধার করবে শিপিং এজেন্ট সি গ্লোরি কর্তৃপক্ষ। কারণ, তারা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ভাড়ায় পরিচালনা করে আসছিল। বন্দরের কোনো সাপোর্ট দরকার হলে বন্দর তা দেবে।’ 

এই ব্যাপারে সি গ্লোরি শিপিং এজেন্টের অফিশিয়াল মোবাইল ফোনে কল করলে একজন নারী কর্মকর্তা রিসিভ করেন। তিনি নিজের নাম না জানিয়ে বলেন, ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে সার্ভে দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এই দল সবকিছু দেখে জাহাজ উদ্ধারের ব্যবস্থা নেবে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক