হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সেই রিকশাচালকের পরিবার পাবে ৫ লাখ টাকা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে সড়কে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া সেই রিকশাচালকের পরিবার পাবে পাঁচ লাখ টাকা। চট্টগ্রাম জেলা প্রশাসকের মধ্যস্থতায় স্থায়ী আমানত হিসেবে এই টাকা দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ ছাড়া নিহতের পরিবারের যোগ্য কাউকে চাকরি দেওয়া হবে। 

আজ মঙ্গলবার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিকশাচালক জাহেদ আলীর (২৫) মৃত্যুর ঘটনাটি ছিল মর্মান্তিক। ওই ঘটনার পর আমি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, সচিবের সঙ্গে কথা বলি। পরে প্রতিমন্ত্রী নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী তাঁকে বিদ্যুৎসচিব ও পিডিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন। আমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে স্থায়ী আমানত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি।’

পিডিবির চেয়ারম্যান দ্রুততম সময়ের মধ্যে পরিবারটিকে পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত করে দেবেন। এ ছাড়া জাহেদ আলীর পরিবারে যদি যোগ্য কেউ থাকেন, তাহলে তাঁর চাকরির ব্যবস্থা করা হবে বলে প্রতিমন্ত্রী ও সচিব আশ্বাস দিয়েছেন বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক। 

গত রোববার অক্সিজেন মোড় দিয়ে যাওয়ার সময় সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে বিদ্যুতায়িত হন রিকশাচালক জাহেদ আলী। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের কূলগাঁও এলাকায় বসবাস করতেন। তাঁর স্ত্রী এবং আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা