হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপে স্পিডবোট ডুবে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কুমিরা থেকে ছেড়ে আসা স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবে যাওয়ার ঘটনায় নুসরাত জাহান আনিকা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।

জানা যায়, আজ সকাল ৯টার দিকে স্পিডবোটটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় স্পিডবোটটি কালবৈশাখীর কবলে পড়ে। স্পিডবোট গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে সেটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এ সময় আহত অবস্থায় নুসরাত জাহানকে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও এক ছেলে শিশু নিখোঁজ রয়েছে।

এদিকে আহতদের দেখতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অবৈধ ফিটনেসবিহীন স্পিডবোট, অদক্ষ চালক ও ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়া হলো—এ বিষয়ে কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীতে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি স্পিডবোট ডুবে যায়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জোনাল কমান্ডার আরও বলেন, ঝড়ের কবলে শুধু গুপ্তছড়া ঘাটে স্পিডবোটডুবি নয়, বন্দরের বহির্নোঙরে থাকা কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উপজেলা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, স্পিডবোটটি ২০ জন যাত্রী নিয়ে কুমিরা ঘাট থেকে ছেড়েছিল। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের মধ্যে নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর