হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপে স্পিডবোট ডুবে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কুমিরা থেকে ছেড়ে আসা স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবে যাওয়ার ঘটনায় নুসরাত জাহান আনিকা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।

জানা যায়, আজ সকাল ৯টার দিকে স্পিডবোটটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় স্পিডবোটটি কালবৈশাখীর কবলে পড়ে। স্পিডবোট গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে সেটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এ সময় আহত অবস্থায় নুসরাত জাহানকে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও এক ছেলে শিশু নিখোঁজ রয়েছে।

এদিকে আহতদের দেখতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অবৈধ ফিটনেসবিহীন স্পিডবোট, অদক্ষ চালক ও ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়া হলো—এ বিষয়ে কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীতে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি স্পিডবোট ডুবে যায়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জোনাল কমান্ডার আরও বলেন, ঝড়ের কবলে শুধু গুপ্তছড়া ঘাটে স্পিডবোটডুবি নয়, বন্দরের বহির্নোঙরে থাকা কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উপজেলা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, স্পিডবোটটি ২০ জন যাত্রী নিয়ে কুমিরা ঘাট থেকে ছেড়েছিল। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের মধ্যে নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির