হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে খুনের বদলা নিতে যুবককে কুপিয়ে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে খুনের বদলা নিতে প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর সাইফুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এর আগে সকালে নিহত সাইফুলের স্বজনেরা পূর্ব শত্রুতার জেরে রেজাউল করিম (৩০) নামে আরেক যুবকে কুপিয়ে হত্যা করে। নিহত রেজাউল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার হামিদ হোসেনের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় বানু ও নুরু হাকিম বংশের মধ্যে এক বছর ধরে বিরোধ চলে আসছে। এর জেরে একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে বানুপক্ষের লোকজন রেজাউল নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ হত্যার বদলা নিতে অপরপক্ষের (নুর হাকিম) লোকজন খুঁজতে গিয়ে সাইফুলকে পেয়ে হামলা করে। এ সময় সাইফুলকে ছুরিকাহত করা হয়। হামলায় সাইফুলের স্ত্রী জাহেদা ও তাঁর বোনও আহত হন। 

রেজাউল করিমের মামা মোহাম্মদ আয়াস জানান, বৃহস্পতিবার সকালে রেজাউল করিম, শাহ এমরান ও নুর করিমকে নিয়ে তিনি একটি অটোরিকশায় কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা এলাকায় পৌঁছলে উত্তরপাড়ার মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, লোহার রড নিয়ে অটোরিকশাটির গতিরোধ করে। 

এ সময় রেজাউল করিমসহ তারা চারজন পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা রেজাউলের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, পূর্ব শত্রুতার জেরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত