হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে খুনের বদলা নিতে যুবককে কুপিয়ে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে খুনের বদলা নিতে প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর সাইফুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এর আগে সকালে নিহত সাইফুলের স্বজনেরা পূর্ব শত্রুতার জেরে রেজাউল করিম (৩০) নামে আরেক যুবকে কুপিয়ে হত্যা করে। নিহত রেজাউল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার হামিদ হোসেনের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় বানু ও নুরু হাকিম বংশের মধ্যে এক বছর ধরে বিরোধ চলে আসছে। এর জেরে একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে বানুপক্ষের লোকজন রেজাউল নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ হত্যার বদলা নিতে অপরপক্ষের (নুর হাকিম) লোকজন খুঁজতে গিয়ে সাইফুলকে পেয়ে হামলা করে। এ সময় সাইফুলকে ছুরিকাহত করা হয়। হামলায় সাইফুলের স্ত্রী জাহেদা ও তাঁর বোনও আহত হন। 

রেজাউল করিমের মামা মোহাম্মদ আয়াস জানান, বৃহস্পতিবার সকালে রেজাউল করিম, শাহ এমরান ও নুর করিমকে নিয়ে তিনি একটি অটোরিকশায় কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা এলাকায় পৌঁছলে উত্তরপাড়ার মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, লোহার রড নিয়ে অটোরিকশাটির গতিরোধ করে। 

এ সময় রেজাউল করিমসহ তারা চারজন পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা রেজাউলের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, পূর্ব শত্রুতার জেরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি