হোম > সারা দেশ > কক্সবাজার

তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কাপাড়া গ্রামের সড়ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত তরুণের নাম মো. জাকের হোসেন (১৮)। তিনি ওই এলাকার মাছ বিক্রেতা আব্দুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে মাছ বিক্রিতে সহায়তা করতেন।

চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা আজকের পত্রিকাকে বলেন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর বুকের বাম পাঁজর ও বাম রানের মাংস পেশিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে জাকের নিহত হয়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত জাকের এর বাবা আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কারও সঙ্গে শক্রতা নেই। কে বা কারা, কী কারণে হত্যা করেছে, তিনি জানেন না। তবে তিনি ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে। পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন।

নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক ইয়াছিন।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১