হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় সৈকতে চলছে শুঁটকি তৈরির ব্যস্ততা

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গোপসাগরের তীর ঘেঁষে আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা সৈকতের তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে শুঁটকি তৈরির ব্যস্ততা। এখানকার আবহাওয়া শুঁটকি তৈরির উপযোগী হওয়ায় গড়ে উঠেছে বেশ কয়েকটি অস্থায়ী শুঁটকিপল্লি।

সামুদ্রিক মাছের প্রাপ্তি সহজলভ্য হওয়ায় শুঁটকি তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছে এই এলাকার অনেক মানুষ। মাছ আহরণ থেকে শুরু করে শুঁটকি বাজারজাতকরণ পর্যন্ত চলে শ্রমিকদের কর্মযজ্ঞ। রাসায়নিকমুক্ত হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে এসব শুঁটকির কদর। শুঁটকিপল্লিগুলোতে গ্রামের দরিদ্র নারী ও বৃদ্ধরা কাজের সুযোগ পেয়েছেন। সংসারের কাজের পাশাপাশি বাড়তি টাকা আয় করছেন তাঁরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, গহিরা সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে শুঁটকি প্রক্রিয়াজাত করা হয়। সাগর থেকে আনা হয় রূপচাঁদা, ইলিশ, চিংড়ি, ছুরি, কোরাল, সুরমা, লইট্টা, পোপাসহ প্রায় ২৫ প্রজাতির মাছ। এগুলো কোনো প্রকার ফরমালিন ও রাসায়নিক পদার্থের প্রয়োগ ছাড়াই ৪ থেকে ১২ দিন রোদে শুকিয়ে তৈরি করা হয় হরেক রকমের শুঁটকি। এখানে শুঁটকি উৎপাদনের স্থায়ী পল্লি নেই। তবু বহু বছর ধরে চলছে সফল ব্যবসা। তবে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পেশাটি মৌসুমি ব্যবসানির্ভর।

চকরিয়া থেকে আসা শুঁটকি শুকানোর কাজে নিয়োজিত মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় বিদেশেও রয়েছে এর ব্যাপক চাহিদা। কোনো ধরনের কীটনাশক প্রয়োগ ছাড়াই উৎপাদিত হচ্ছে এসব শুঁটকি। সমুদ্রের তীরবর্তী হওয়ায় এখানে রোদের প্রচণ্ড তাপ রয়েছে। সৈকতে আসা অনেক লোক তাদের আত্মীয়স্বজনের জন্য কিনে নিয়ে যাচ্ছেন শুঁটকি।

আনোয়ারা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, তালিকাভুক্ত ২০টি মহল উপকূলের বিভিন্ন স্থানে শুঁটকি উৎপাদনে কাজ করছে। বিষমুক্ত শুঁটকি উৎপাদনে আগামী সোমবার সচেতনতামূলক প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হবে। শুঁটকির ব্যবসায় বিভিন্নভাবে কয়েক শতাধিক মানুষের কর্মসংস্থান হয় এই পল্লিতে। এই শুঁটকি পাইকারি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পাশাপাশি বিদেশেও পাঠান।

তিনি আরও বলেন, ডিডিটি পাউডার বা কীটনাশক না মেশালে শুঁটকির প্রকৃত স্বাদ পাওয়া যায়। এ ছাড়া মানসম্মত শুঁটকি বিদেশে রপ্তানির বিষয়ে কাজ করছে মৎস্য বিভাগ।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি