হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগের যেসব সমর্থক বিএনপির ক্ষতি করেননি, তাঁদের দলে যোগ দিতে বাধা নেই: আমীর খসরু

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিভাগীয় বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হয়েও যারা বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেনি, বিএনপি কার্যক্রমে বাধা দেয়নি, যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের দলের সদস্য হতে বাধা নেই। আজ শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলার নেতাদের সদস্য ফরমের বই বিতরণ করেন আমীর খসরু।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু নেতাদের উদ্দেশে বলেন, ‘নবায়নের বিষয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু নতুন সদস্য করার বিষয়ে আমাদের এখানে নেতারা কিছু কথা বলেছেন। কারা নতুন মেম্বার হতে যাচ্ছে, এটার একটা ক্রাইটেরিয়া আছে, এটার একটা দিকনির্দেশনা দেওয়া আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। একদিকে হচ্ছে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে, যারা অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এ লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘দুই নম্বর হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত দোসর যারা, তারা সদস্য হতে পারবে না।’ তিনি বলেন, ‘এখন একজন ভালো লোক, যে হয়তো আওয়ামী লীগের চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিয়েছে, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনো দিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেনি, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করেনি, বাধাগ্রস্ত করতে চেষ্টা করেনি, বিএনপির নেতা-কর্মীদের হয়রানির শিকার করেনি, পারলে ইনডিরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের সদস্য হতে কোনো বাধা নেই।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল