বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনার একদিন পর ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে চট্টগ্রামের আনোয়ারার প্রান্তে বঙ্গোপসাগরে তাঁদের ভাসতে দেখে অপর একটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন।
ট্রলারের মালিক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা এলাকার বাসিন্দা মোহাম্মদ মোদ্দাছের বলেন, ‘গত শনিবার ১০ জন জেলেসহ সাগরে মাছ ধরতে যায় ‘খাজা গরিবে নেওয়াজ’ নামের ট্রলারটি। গভীর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার উত্তর অংশে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে গেলে পানিতে ভাসতে থাকে ট্রলারে থাকা ১০ জেলে। নিখোঁজ থাকা জেলেদের অপর একটি ট্রলারের সাহায্যে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাগরে তলিয়ে গেছে ট্রলার। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ডুবে যাওয়া ট্রলারের মাঝি মোহাম্মদ মোজাম্মেল বলেন, ‘হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে মুহূর্তের মধ্যে ডুবে যায় ট্রলারটি। ট্রলারের রশি ও সরঞ্জামের মধ্যে আটকে পানিতে ভেসেছি ২৪ ঘণ্টা ধরে। অপর একটি ট্রলারের জেলেরা যদি উদ্ধার না করত তাহলে পানিতে মরতো হতো আমাদের।’