হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে উত্তাল সমুদ্রে জাহাজডুবি, ৫ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে `একরাম জুনায়েদ-২' নামের একটি বালুবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে। গতকাল শনিবার দুপুরে বঙ্গোপসাগরের সন্দ্বীপের ভাসানচর গ্রিন বয়ার কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

কাছাকাছি থাকা ওটি চিটাগাং নামের একটি তেলের জাহাজ ওই জাহাজের পাঁচ নাবিকের সবাইকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিরা হলেন আবদুল মালেক, শাহীন, জসিম, মেহেদী ও আসাদ। ঘটনার দিন রাতেই তাঁদের উদ্ধার করে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে পৌঁছায় ওটি চিটাগাং জাহাজটি।

উদ্ধারকারী জাহাজের সুপারভাইজার রুবেল নিজাম জানান, বালুবাহী জাহাজটি ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ীর দিকে যাচ্ছিল। মূলত এসব জাহাজের ছোট নদীতে বালু বহন করার কথা। আর এখন সমুদ্র উত্তাল। এ সময় এ ধরনের জাহাজ সাগরে নামার কথা নয়। সাগরে নাবিকদের চিৎকার শুনে এগিয়ে যান তাঁরা। ওই জাহাজটির মালিকের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কোস্টগার্ডের পূর্ব জোনের জনসংযোগ শাখার দায়িত্বে থাকা লে. রউফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে আরেকটি জাহাজ তাঁদের উদ্ধার করে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান