কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে তাসিয়া (১১) নামে এক শিশু মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় আরও এক নারী আহত হয়েছেন।
শিশু তাসিয়া উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিনের মেয়ে।
আহত নারীর নাম দিল কায়াস (১৮)। তিনি সম্পর্কে শিশু তাসিয়ার ভাবি।
জানা গেছে, গতকাল রাতে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/এইচ-৫২ ব্লকে পাহারারত স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় ১০-১১ জনের একটি দুর্বৃত্ত দল। এ সময় ঘটনাস্থলের কাছে হওয়ায় ইয়াসিনের বসতঘরে তাঁর মেয়ে তাসিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একই সঙ্গে তাসিয়ার ভাবিও গুলিবিদ্ধ হন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।