চট্টগ্রামের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ দিনার (৩২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিনার উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার আবুল কাসেম আলীর ছেলে।
নিহত জেলের চাচাতো ভাই শফকত হোসাইন জানান, শনিবার রাতে দিনার মাছ ধরার জন্য নৌকা নিয়ে বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে জাল পেতে অপেক্ষা করছিলেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। তবে মাছ ধরার নৌকার বাকি জেলেরা অক্ষত রয়েছেন।
শফকত বলেন, রোববার দুপুর ২টায় পশ্চিম বড়ঘোনায় নিজ বাড়িসংলগ্ন বেড়িবাঁধে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।