হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোরাই অটোরিকশার ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চোরাই অটোরিকশার ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বাইরে বিক্রিতে জড়িত একটি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে চোরাই সিএনজি অটোরিকশার ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বাইরে বিক্রিতে জড়িত চক্রের দুজনকে গ্রেপ্তার করছে নগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামের সঙ্গে তিনটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৩ মে) রাত ১২টা থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরের বাদুরতলা ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসান পাটোয়ারী (৩৭) ও বিল্লাল হোসেন (৩৮)।

আজ বিকেল ৪টায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, বাদুরতলা আল মাদানী রোডে ‘মোল্লা অটো ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ওয়ার্কশপে চোরাই সিএনজি বেচাকেনার গোপন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় দুজনকে আটকের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা (ঢাকা-দ-১১-০৫৬৮), গাড়ির চেসিস পরিবর্তনের ৩৫টি লেটার পাঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, দুই আসামিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, এর আগে তাঁরা চোরাই সিএনজি অটোরিকশা সংগ্রহ করে ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পরিবর্তন করেছিলেন। এসব অটোরিকশা চান্দগাঁও এলাকার মো. নেজাম নামের একজনের কাছে বিক্রি করেন।

নগর পুলিশের গোয়েন্দাপ্রধান হাবিবুর রহমান বলেন, চক্রের দুই আসামির কাছে থেকে এই ধরনের তথ্য পেয়ে তাঁদের নিয়ে নগরের চান্দগাঁও থানা এলাকার শরফতউল্লাহ পেট্রলপাম্পের পেছনে নেজামের গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেজাম পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ব্যক্তিগত নম্বরের নিবন্ধিত দুটি চোরাই সিএনজি অটোরিকশা (ঢাকা-দ-১১-২৪৫৭ ও ঢাকা-দ-১৪-০৪০৮) জব্দ করা হয়। জব্দ করা অটোরিকশা দুটির চেসিস নম্বর পরিবর্তন করা হয়েছিল।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা