হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোরাই অটোরিকশার ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চোরাই অটোরিকশার ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বাইরে বিক্রিতে জড়িত একটি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে চোরাই সিএনজি অটোরিকশার ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বাইরে বিক্রিতে জড়িত চক্রের দুজনকে গ্রেপ্তার করছে নগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামের সঙ্গে তিনটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৩ মে) রাত ১২টা থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরের বাদুরতলা ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসান পাটোয়ারী (৩৭) ও বিল্লাল হোসেন (৩৮)।

আজ বিকেল ৪টায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, বাদুরতলা আল মাদানী রোডে ‘মোল্লা অটো ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ওয়ার্কশপে চোরাই সিএনজি বেচাকেনার গোপন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় দুজনকে আটকের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা (ঢাকা-দ-১১-০৫৬৮), গাড়ির চেসিস পরিবর্তনের ৩৫টি লেটার পাঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, দুই আসামিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, এর আগে তাঁরা চোরাই সিএনজি অটোরিকশা সংগ্রহ করে ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পরিবর্তন করেছিলেন। এসব অটোরিকশা চান্দগাঁও এলাকার মো. নেজাম নামের একজনের কাছে বিক্রি করেন।

নগর পুলিশের গোয়েন্দাপ্রধান হাবিবুর রহমান বলেন, চক্রের দুই আসামির কাছে থেকে এই ধরনের তথ্য পেয়ে তাঁদের নিয়ে নগরের চান্দগাঁও থানা এলাকার শরফতউল্লাহ পেট্রলপাম্পের পেছনে নেজামের গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেজাম পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ব্যক্তিগত নম্বরের নিবন্ধিত দুটি চোরাই সিএনজি অটোরিকশা (ঢাকা-দ-১১-২৪৫৭ ও ঢাকা-দ-১৪-০৪০৮) জব্দ করা হয়। জব্দ করা অটোরিকশা দুটির চেসিস নম্বর পরিবর্তন করা হয়েছিল।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল