হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় হাতির আক্রমণে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল ভিলেজারপাড়া থেকে পুলিশ ও বনবিভাগের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন মোচগাছপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে দেখতে পায় একটি হাতি ওই ব্যক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। একপর্যায়ে হাতির পায়ের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। এরপর খবর পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। 

এ বিষয়ে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, মরদরহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে। 

বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বনকর্মীদের মাধ্যমে জানতে পারি, হাতির আক্রমণে ওই ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জেনেছি।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু