চট্টগ্রাম নগরের বাকলিয়ায় স্ত্রীকে হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেসা আজ বুধবার এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা পারভিন আক্তার (২৪) চট্টগ্রাম নগরের বাকলিয়া বাস্তুহারা কলোনিতে খুন হন। স্বামী জামাল উদ্দিনের (৩৭) সঙ্গে ওই কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
এ ঘটনায় ২০২২ সালে ১৮ জানুয়ারি নিহতের বোন বাদী হয়ে পারভিনের স্বামী জামাল উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
একই বছর জুলাইয়ে জামালকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামি পক্ষের একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার আদালত এই রায় দেন।
তদন্তে উঠে আসে, পারিবারিক বিরোধের জেরে জামাল তাঁর স্ত্রী পারভিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ফোন করে নিহতের স্বজনদের বিষয়টি জানিয়ে তিনি পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।