হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে লিফটের গর্তের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তের পানিতে ডুবে আমির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তাঁকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আমির হোসেন উপজেলার শাহরাস্তি গেট (দোয়াভাঙ্গা) এলাকার টামটা দক্ষিণ ইউনিয়নের খোর্দ্দ গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত আফিল উদ্দিনের ছেলে। 

জানা গেছে, আমির হোসেন তাঁর জামাতা সেনগাঁও গ্রামের প্রবাসী শরীফুল আলমের নির্মাণাধীন ৪ তলা বাড়ির কাজের দেখভাল করতেন। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সবার অজান্তে তিনি ওই দালানের লিফটের গর্তের পানিতে ডুবে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ৮টার দিকে তাঁকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন মজুমদার বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। নিহতের মেয়েদের চিৎকার শুনে গর্ত থেকে লাশ উদ্ধারে সহায়তা করি।’

আমির হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৫৫) ও ছোট মেয়ে নাজিয়া আফরিন (২৮) জানান, সকালে নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে তিনি ওই গর্তে পড়ে যেতে পারেন। এ ঘটনায় কারও বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই। 

আমির হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫) জানান, সম্ভবত ওপরের তলা থেকে পা পিছলে তিনি নিচতলায় লিফটের গর্তে পড়ে গেছেন। 

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল