হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্থানীয়দের হাতে চবি শিক্ষার্থী মারধরের শিকার, প্রতিবাদে প্রধান ফটকে তালা

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। হামলার শিকার শিক্ষার্থীর নাম সুলতানুল আরেফিন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা বন্ধ ফটকের সামনে এ ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন। প্রায় ১১ ঘণ্টা প্রধান ফটক বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে গেট খুলে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘স্থানীয়রা মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ সংশ্লিষ্ট পোস্টার দেখা যায়।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর মধ্যরাত দেড়টায় প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধুরা প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও প্রশাসনের সহযোগিতা না করার অভিযোগে মূল ফটল তালাবদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ১১ ঘণ্টা পরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে চলমান সমস্যা সমাধান ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আশ্বাস দিলে মূল ফটকের তালা খুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মারধরের শিকার রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, ‘আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সিএনজিচালিত একটা অটোরিকশা আমার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। তখন অটোরিকশা ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাগ্‌বিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।’

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডির একটা অংশ চারুকলায় একটি কাজে ব্যস্ত ছিল। এর মধ্যেই উপ-উপাচার্য ঘটনাস্থলে গিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার করব।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু