হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ২ পুলিশ ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশের হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাঁদের সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পীনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ওই আদেশে প্রশাসনিক কারণে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই দুই পুলিশ সদস্য হলেন চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী ও এ টি এম সোহেল রানা।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার নিজ বাসা থেকে দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান সাদা পোশাকের দুই পুলিশ সদস্য। রাত ১২টার দিকে থানা হেফাজতেই অসুস্থ হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা শুরু থেকে অভিযোগ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কোনো মামলার ওয়ারেন্ট দেখানো ছাড়াই চান্দগাঁও থানার এএসআই ইউসুফ আলী ও এএসআই সোহেল রানা দুদকের ওই সাবেক কর্মকর্তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। মৃত মোহাম্মদ শহীদুল্লার ছেলের অভিযোগ, আটক করার সময় ওই দুই পুলিশ সদস্য তাঁর বাবাকে টানাহেঁচড়া করেছিলেন। তাঁর শার্টের কলার চেপে ধরেছিলেন।

অভিযোগ রয়েছে, চট্টগ্রামে গৃহকর্মীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে যে মামলায় দুদকের ওই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তা সাজানো মামলা ছিল।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক