হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম ও ধানের ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাপাইনবাবগঞ্জে শিলা-বৃষ্টিতে ঝরে পড়েছে ধান। ছবি: আজকের পত্রিকা

আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, এ জেলার পাঁচটি উপজেলার মধ্যে নাচোল ও গোমস্তাপুর উপজেলাতে বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। তবে সদর উপজেলায়ও কিছু পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে।

আমচাষি এরসাদ আলী বলেন, ‘যে আমের গায়ে শিলা পাথর পড়েছে, সেই আম ঝরে পড়বে। আমি বৃষ্টি থামার পরে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা, আড্ডা, দীঘা, জিনারপুর, বড় দাদপুর এসব এলাকায় বাগান ঘুরে দেখেছি। তাতে আমগাছের নিচে প্রচুর আম ঝরে পড়ে থাকতে দেখেছি। আর প্রচুর কাঁচা পাতা ঝরে পড়ে আছে। এতে বোঝা যায়, কী পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। আমার ধারণা, এসব বাগানে আমের উৎপাদনের ছয় আনাই পরে বাদ হবে। আজ থেকে ৫-৬ দিন আরও আম ঝরে পড়বে।’

গোমস্তুাপুর এলাকায় ১০ বিঘা ধান আবাদ করেছিলেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘এবার শেষ মুহূর্তে এসে শিলাবৃষ্টিতে আমি মরে শেষ হয়ে গেলাম। সব ধান ঝরে পড়ে গেছে। দেখে মনে হচ্ছে, কতগুলো ধান ঝরে শুধু শিষ দাঁড়িয়ে আছে।’

এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, পাঁচটি উপজেলার মধ্যে ২৪ ঘণ্টায় সদরে ৪০-৪২ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার, গোমস্তাপুরে ৮-১০ মিলিমিটার, ভোলাহাটে ৫ মিলিমিটার ও শিবগঞ্জ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর নাচোল ও গোমস্তাপুর উপজেলার কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।

এ কর্মকর্তা আরও বলেন, ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এই বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতি হবে। পাশাপাশি সামান্য ঝড়ের কারণে ধানের চারা নুইয়ে পড়ায় ফলন কমবে। তাতে ধান ও আমের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা আগামীকাল মাঠ পরিদর্শন করে বলা যাবে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি