হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১১টার দিকে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকেরা বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এতে নেতৃত্ব দেয় বিএনপির কর্মী শহিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ডলার, সবুরসহ আর ১০ থেকে ১২ জন। এ সময় তাঁরা কার্যালয় থেকে একটি এলইডি টিভি, চারটি অফিশিয়াল চেয়ার, ১৪টি প্লাস্টিকের চেয়ার, সিলিং ফ্যানসহ অন্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

এ বিষয়ে বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রমজান আলী বলেন, ‘গতকাল রাতে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকেরা বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে ভাঙচুর ও লুটপাট করেছে। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, এটি একটি সামাজিক সংগঠন। নিজস্ব অর্থায়নে চলে। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে গরিব-অসহায়দের সহযোগিতা করা হয়। তারা যেটা করেছে সেটা খুব দুঃখজনক। এটা আমাদের পীড়া দিয়েছে। যে বা যারা এটা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ছাড়া প্রতি মুহূর্ত আমাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। কারণ, বর্তমানে “মব” কালচার চলছে। কখন জানি আমাদের ওপরে হামলা করে মেরে ফেলবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘তারা বিএনপির কোনো সংগঠনের কর্মী-সমর্থক না। যারা এগুলো করেছে তারা স্থানীয় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। তাদের কাজ হচ্ছে লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজি করা।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। এখনই পুলিশ পাঠাচ্ছি। খোঁজখবর নিয়ে পরে জানাচ্ছি।’

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি

চাঁপাইনবাবগঞ্জে অভিযানে চোর-ডাকাতসহ গ্রেপ্তার ৪০

শুধু স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা না, জামায়াত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাও করেছে : মির্জা ফখরুল

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন শিক্ষিকা

ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা