হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার রানীনগর এলাকার মৃত আয়নাল হকের ছেলে। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জেম আলী জানান, সকালে মাসুদ মোটরসাইকেলযোগে মনাকষা থেকে শিবগঞ্জে যাওয়ার পথে বনকুল মোড়ে একটি ট্রলির সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ বাড়ি নেওয়া হয়েছে বলেও জানান জেম আলী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আজিজুল হক বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা হাসপাতালে তাঁকে রেফার্ড করা হয়েছে। তবে মৃত্যুর ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি

চাঁপাইনবাবগঞ্জে অভিযানে চোর-ডাকাতসহ গ্রেপ্তার ৪০

শুধু স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা না, জামায়াত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাও করেছে : মির্জা ফখরুল

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন শিক্ষিকা

ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

সীমান্তে ভারতীয় বোনের লাশ দেখে কাঁদলেন বাংলাদেশি ভাই