হোম > সারা দেশ > চাঁদপুর

খাবারে ক্ষতিকর রং, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

খাবারে ক্ষতিকর রং ব্যবহার। ছবি: সংগৃহীত

চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও ক্ষতিকর রং ব্যবহার করে খাবার তৈরি করায় দুই বেকারি মালিকসহ তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট ও গোয়াল ভাওর বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই দুটি বাজারে অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং ক্ষতিকর রং ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরি করায় চমক স্টার বেকারির মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে রুচি বেকারির মালিককে ৭ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় ডিজিটাল ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। এ সময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা দিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি