হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ২৩ 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা) মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নদীতে নৌযান চলাচলের নিরাপত্তার জন্য গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বাল্কহেডের সুকানি মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫), মো. সুমন (২৮), মো. আলী আকরাম (২০), মো. মোস্তফা (৪২), স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মো. মামুন (২৫), মো. আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)। এদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। 

ওসি মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকায় ১৫টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন। এ সময় বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন ও সুকানি যোগ্যতা সনদ না থাকা এবং নিষিদ্ধ সময়ে নদীতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি নয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।’

আইসিইউ থেকে কেবিনে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান