হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাবেক সেনাসদস্যের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আবদুর রব গাজী (৮০) নামের এক সাবেক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আবদুর রব চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার উত্তর কাছিয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার।

সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। তিনি বলেন, ‘আবদুর রবের পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

আবদুর রবের ছেলে পৌর বিএনপির সভাপতি আমানত গাজী জানান, আজ বেলা ১১টার দিকে ফরিদগঞ্জ বাজারে নিজেদের একটি নির্মাণাধীন ভবনের ছাদের কাজ পরিদর্শন করছিলেন তাঁর বাবা। এ সময় আবদুর রব ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। 

আবদুর রবের জানাজা আগামীকাল সোমবার সকাল ৯টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ির কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানান আমানত গাজী।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ