হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩ অবৈধ ইটভাটা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তিন অবৈধ ইটভাটা। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর সদরে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

বিকেলে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, যৌথ বাহিনী কর্তৃক সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স বিহীনভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স আফজালুর রহমান ব্রিকস ফিল্ড, মেসার্স বিআরএস ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স এএমএস ব্রিকস নামের তিনটি ইটভাটা ভেঙে বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এর আগে ফরিদগঞ্জ উপজেলায় ৯টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি