হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ার রহিমানগর বাজারে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার বন্ধ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকালে বাজার ব্যবসায়ী ও এলাকার বাসিন্দারা এই বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদার, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন।

উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজারুল ইসলাম মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক হোসেন, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন আবেগ ও সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, ‘রহিমানগর বাজারে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া মাদক কারবার ও সেবীদের উৎপাত বেড়েছে। ৫ আগস্টের পর অনেকে নিজ দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ