হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাঁদপুর প্রতিনিধি

বৃষ্টিপাতের পর উপকূলীয় এলাকার লোকজনের খোঁজখবর নেন ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং ইউএনও সাখাওয়াত জামিল সৈকত। আজ শুক্রবার চাঁদপুর শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিল। আবহাওয়া অফিস জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার; যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

আজ শুক্রবার (৩০ মে) বেলা ৩টায় এসব তথ্য জানান চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব। তিনি বলেন, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল ৯টা থেকে ৩০ মে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানান চাঁদপুর নদীবন্দরের (ট্রাফিক বিভাগ) উপপরিচালক বাবু লাল বৈদ্য। অপর দিকে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি হরিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। তারপরেও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সঙ্গে নিয়ে শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করা হয়েছে। এ সময় উপকূলীয় এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ