চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি (৫০ মণ) জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
খন্দকার মুনিফ তকি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মোহনপুর ইউনিয়নের লক্ষ্মীর চর মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি স্টিল বডি ট্রলার তল্লাশি করে আনুমানিক দুই হাজার কেজি (৫০ মণ) জাটকা জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দ করা জাটকাগুলো স্থানীয় ১৮ এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।