হোম > সারা দেশ > চাঁদপুর

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলা-ঢাকা নৌ-রুটের মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে মধ্যরাতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মো. সোহেল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে কয়েক জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশার কারণে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএর ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১টায় চাঁদপুরের হাইমচরে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের সংঘর্ষ হয়। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত ও সুরভী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশায় দুই লঞ্চের এ সংঘর্ষ হয়।

বন্দর কর্মকর্তা শহিদুল আরও বলেন, সোমবার সন্ধ্যায় ভোলার ইলিশা থেকে ঢাকার পথে সুরভী-৮ লঞ্চ রওনা দেয়। অন্যদিকে টিপু-১৪ লঞ্চ ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়ার দিকে যাচ্ছিল। পথে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরে মধ্যরাতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের একজন নিহত হয় ও লঞ্চটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টিপু লঞ্চটি ইলিশায় ফিরে আসে। আর সুরভী লঞ্চ ঢাকায় পৌঁছেছে। নিহত মো. সোহেল ভোলা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।

টিপু লঞ্চের যাত্রী জামাল হোসেন জানান, মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে হঠাৎ সংঘর্ষে লঞ্চটি কেঁপে ওঠে। দুই লঞ্চের পাশের অংশে এই সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। 

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিআইডব্লিউটিএর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে যা করার প্রধান কার্যালয় ব্যবস্থা নেবে। তাঁদের কিছু করার নেই। কারণ দুর্ঘটনা তাঁর এলাকায় হলেও লঞ্চ তো তাঁর এলাকায় নেই। একই কথা জানিয়েছেন ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল।

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে